সারাদেশ

নওগাঁয় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ‍
স্বাধীন হোসেন ওই গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। আহতরা হলেন— বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকাল থেকে কৃষাণ-কৃষাণীরা মাঠে কাজ করছিলেন। এ সময় স্বাধীন হোসেন ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে সবাই পাশের একটি টিনের চালের ঘরে আশ্রয় নেন। পরে সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হলে স্বাধীন ঘটনাস্থলেই মারা যান। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলামিন হোসেন বলেন, স্বাধীনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান বলেন, বৃষ্টির সময় ঘরে আশ্রয় নেওয়ার পর বজ্রপাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,