সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় যারা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।
এউপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার স্বপ্না রানী সরকার এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রাফিউল ইসলাম তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, সহকারি পরিচালক সেসিপ মো. জাহাঙ্গীর আলম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, অধ্যক্ষ আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এসএমসি সভাপতি আকবর আলী মিয়া তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগাবে। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আনা যায়, সে বিষয়ে রেখাপড়ার মানউন্নয়নের জন্য উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়। আলোচনা শেষে, ২৮ জন শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,