পঞ্চগড়ে বৃক্ষরোপন অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্ধোধন

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি শ্লোগান নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।
২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম চত্বরে সাত দিন ব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় বনবিভাগ ও পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সদস্য সচিব ও পঞ্চগড় বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার স্বাগত বক্তব্য দেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় সরকারি মকবুলার রহমান কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা সাত দিন ব্যাপী এ বৃক্ষমেলার উদ্ধোধন করেন। শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
বৃক্ষমেলায় পঞ্চগড় সদর উপজেলার নার্সারীরা অংশ নেন।