ভূঞাপুরে হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

খায়য়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে উপজেলা শহরের বিভিন্ন দোকানে এই অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।
উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অপরিছন্নতা বাসি পঁচা মিষ্টি রাখার দায়ে বাবুর হোটেলকে ৫ হাজার টাকা লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও জীবন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান বলেন, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ওই সকল প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।