জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টায় শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ধলাহার ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান, দোগাছী ইউনিয়ন
আমীর, মাহফুজুল ইসলাম, ভাদসা ইউনিয়ন আমীর মোহাম্মদ আলী, মোহাম্মাদাবাদ ইউনিয়ন আমীর আব্দুল গফুর, পুরানাপৈল ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, আমদই ইউনিয়ন আমীর প্রভাষক আরিফুল ইসলাম, বম্বু ইউনিয়ন আমীর মাওলানা আসাদুল ইসলাম আসাদ, জামালপুর ইউনিয়ন আমীর মুফতি দেলোয়ার হোসেন, চকবরকত ইউনিয়ন আমীর মাওলানা নাজিম উদ্দীন সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর
ফজলুর রহমান সাইদ বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হলে রুকনদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। জামায়াতের প্রতিটি সদস্যকে ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সকল অন্যায়ের মূলোৎপাটন ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে অসৎ লোকদের নেতৃত্বকে বিদায় জানাতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে, সম্মেলনে রুকনদের উদ্দেশ্যে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, “এই যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার পথে আত্মনিয়োগ করেন, তারা সৌভাগ্যবান। এই পথের প্রতিটি পদক্ষেপই আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলে এ সম্মেলনের বিভিন্ন পর্ব। এতে জয়পুরহাট সদর উপজেলার পুরুষ রুকনগণ অংশগ্রহণ করেন।