সারাদেশ

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ১ বৃদ্ধা নিহত, আহত ৩

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম(৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর গোবধা গ্রামের মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিলের সাথে ৭৪ শতাংশ জমি নিয়ে বিরোধ তার চাচাত ভাই একই এলাকার মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমান গংদের। জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা থাকলেও বিরোধপূর্ণ জমির ১০ শতাংশে জলিলদের বসতি এবং বাকী সম্পত্তি মতিয়ার গংদের দখলে। আদালতে সাম্প্রতিক সময় রায় পান মতিয়ার গংরা।
স্থানীয় বৈঠকে মানবিক কারনে জলিলের বসতির ১০ শতাংশ ছেড়ে দেয়ার দাবি তোলা হলে মতিয়ার গংরা আপত্তি জানায়। তারা জলিলের বাড়ি করার জন্য অন্যত্রে জমি দেয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু জলিল বাড়ি সরাতে আপত্তি জানায়।
শনিবার মতিয়ার গংরা তাদের পূর্ব থেকে দখলীয় জমিতে হাল চাষ করতে গেলে বাঁধা দেন জলিলের লোকজন। এ নিয়ে বিতর্ক থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছেলে জলিলকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা আছিয়া বেগম প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এঘটনায় অভিযুক্ত সন্দেহে একজন নারীকে আটক করা হয়েছে। আছিয়ার মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,