সারাদেশ

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক (৩৫) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার (২৮ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ সদর উপজেলা সায়দাবাদ ইকোনোমিক জোন সংলগ্ন চকবয়রা এলাকার নুরু ব্যাপারীর ছেলে মোঃ মানিক ওরফে কালা মানিক (৩৫) কে ইকোনোমিক জোন এলাকা হতে অস্ত্র নিয়ে চাঁদাবাজির সময় এলাকাবাসী ধরে গণধোলাই দিয়ে সিরাজগঞ্জ জেলা ডিবি ও সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এ সময় তার নিকট হতে ২ রাউন্ড গুলি ম্যাগাজিনসহ ১ টি পিস্তল উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সায়দাবাদ ইকোনমিক জোন এলাকায় বিএসএল কোম্পানির মালামাল (ইটের খোয়া, পাথর) ট্রাকে করে নিয়ে আসার সময় ইকোনমিক জোনের ভিতরে কালা মানিক ও তার দলবল নিয়ে ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করেন। ট্রাক ড্রাইভার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করার হুমকি দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কালা মানিক পিস্তল বের করে ট্রাক ড্রাইভার কে মারার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজনসহ এলাকাবাসী এগিয়ে আসলে কালা মানিক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধরে গণধোলাই দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন, তাকে আটক করে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,