সারাদেশ

মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। নিহত ইমামের নাম আবুল কালাম আজাদ (২৮)।

রোববার সকাল ১১টায় পৌর শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকসহ ড্রাইভার মুজিবুর রহমানকে আটক করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম আবুল কালাম আজাদ রোববার সকাল ১১টায় মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি বালুভর্তি ট্রাক তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, ড্রাইভার মুজিবুর রহমানসহ বালুভর্তি ট্রাক আটক করা হয়েছে। লাশ বর্তমানে থানায় রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,