সারাদেশ

মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

ঝিনাইদহ থেকেঃ মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নুরুজ্জমান ওরোফে জামাল (২২) নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান ওরোফে জামাল পলিয়ানপুর গ্রামের মুজামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি। এ হত্যা ঘটনার পর বড় ভাই উজ্জল পালিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,মহেশপুর উপজেলার পলিয়নপুর গ্রামের  উজ্জ্বল হোসেন(২৭) তার স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় ছোট ভাইয়ের পরিবারের সাথে নিয়মিত খাওয়া দাওয়া করতেন। সোমবার খাওয়া নিয়ে ছোট ভায়ের পরিবারের সদস্যদের সাথে তর্কবির্তক শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলে এসে ছোট ভাই নুরুজ্জমান ওরোফ জামাল প্রতিবাদ করে। সেসময় বড় ভাই উজ্জ্বলের কাছে থাকা পেয়ারা কাটা চুুুরি দিয়ে ছোট ভাইয়ের পেটে ডুকিয়ে দেয়। এতে সে মারাত্বক জখম হয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে ভৈরবা নামকস্থানে সে মারা যায়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ওসি(তদন্ত) সাজ্জাদুল ইসলাম জানান,ঘাতক ভাই পালিয়ে গেছে তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,