সারাদেশ

সাভার সরকারি কলেজে উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

আনিসুর রহমান সাভার প্রতিনিধি:
সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ আওয়ামীপন্থি কর্মকাণ্ডে জড়িতসহ নানা অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর। তিনি বিগত সময়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও নরসিংদী সরকারি মহিলা কলেজে থাকা অবস্থায় ফ্যাসিবাদ আওয়ামীপন্থি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে। এদিকে সাভার সরকারি কলেজে ৭ জুলাই নিয়োগ পাওয়ার পর থেকে এ কয়েক দিনে শিক্ষকদের মধ্যে ক্যাডার/নন ক্যাডারসহ বিভিন্ন দ্বন্দ্ব এবং শিক্ষার্থীদের নানাভাবে হয়রানিসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এ উপাধ্যক্ষ শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রাসেলের গুণগান করে বিভিন্ন বই লিখেছেন। তার প্রমাণ শিক্ষার্থীদের কাছে আছে। তাই তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি। দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
এদিকে এ নিয়ে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কলেজের অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আমরা কলেজে শিক্ষক সভার মাধ্যমে ঊর্ধ্বতনদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
এ বিষয়ে জানতে চাইলে উপাধ্যক্ষ ড. মো: আখতারুজ্জামান  বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এখানে অ্যাকাডেমিক কিছুই নেই। আমি একটি রুটিন চেয়েছি তাও আমাকে সরবরাহ করা হয়নি। যদি আমার অপরাধ হয়ে থাকে, কিছুই করার নেই আমার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,