শ্যামনগরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গোখাদ্য বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৭২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ১শত কেজি করে দানাদার গোখাদ্য বিতরণ করা হয়।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু প্রাপ্ত ৭২ জন সুফল ভোগীদের মাঝে মঙ্গলবার(২৯ জুলাই) ১শত কেজি করে দানাদার খাবার বিতরণ করা হয়।
উপজেলা ভেটেরিনারী সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জসীম শেখ, ফিল্ড ফ্যাসিলিটেটর তারাপদ মুন্ডা, ভিএফএ সুদীপ্ত বিশ্বাস, এলএফএ সুমন মুখ্যার্জী,পবিত্র মন্ডল প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৭২ জন অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষে বকনা গরু বিতরণ করা হয়।