নেত্রকোনার দুর্গাপুরে সম্মাননা পেলেন তিন সাংবাদিক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের তিন সাংবাদিক। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার ১২ বছর পদার্পণ উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ‘র সঞ্চালনায় ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুসঙ্গ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক অধ্যক্ষ ও রাজনীতিবিদ মোঃ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও ঢাকাস্থ দুর্গাপুর সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সহ:সভাপতি মোঃ মোহন মিয়া, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল সহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, সুধীজন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে, দৈনিক তথ্যধারা পািত্রকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক এইচ এম সাইদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য ধ্রুব সরকার এবং দৈনিক বাংলার দর্পণ প্রতিনিধি ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য আ.ফ.ম. সফিউল্লাহ কে সম্মাননা স্ক্রেষ্ট প্রদান করা হয়।