সারাদেশ

প্রবাসীদের অধিকার আদায়ে ‘ভয়েস অব রেমিট্যান্স ফাইটার পেট্রিয়ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু 

বোরহান উদ্দিন বিপ্লব, কালুখালী, রাজবাড়ী :
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নতুন এক আন্দোলনের সূচনা হয়েছে । গত ২ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভয়েস অব রেমিট্যান্স ফাইটার পেট্রিয়ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেন আমেরিকা প্রবাসী ইমামুজ্জামান চৌধুরী (রিটো)। এ সময় তিনি প্রবাসী যাত্রীদের মাঝে সংগঠনের দাবি-দাওয়া সংবলিত লিফলেট বিতরণ করেন।
সংগঠনের আহ্বায়ক, রাজবাড়ীর কালুখালী উপজেলার সন্তান ইমামুজ্জামান চৌধুরী (রিটো) বলেন“প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। প্রবাসীদের শ্রম ও ঘামের টাকায় দেশ চলে, তাই তাদের দাবি অবশ্যই মানতে হবে।”এছাড়াও তিনি দুর্নীতি ও অর্থ পাচার বন্ধের জোর দাবি জানান এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন যানান৷
এর পরে তিননি বিমানবন্দরে উপস্থিত প্রবাসী যাত্রী ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন৷
লিফলেটে উত্থাপিত প্রধান দাবিসমূহ :
• ভোটাধিকার নিশ্চিতকরণ: বিশ্বের সকল দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।
• সংসদে প্রতিনিধিত্ব: জাতীয় সংসদে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুনির্দিষ্ট আসন বরাদ্দ।
• দূতাবাসে প্রবাসীর মুখপাত্র: প্রতিটি দূতাবাসে প্রবাসীদের সমস্যা সমাধানে একজন নির্বাচিত মুখপাত্রের উপস্থিতি।
• অর্থ পাচার রোধ: দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করে বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনা।
• সাংবিধানিক সংস্কার: জনগণের দ্বারা নতুন সংবিধান প্রণয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।
ইমামুজ্জামান চৌধুরীর এই উদ্যোগকে অনেক প্রবাসী ও সাধারণ মানুষ সমর্থন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে ‘ভয়েস অব রেমিট্যান্স ফাইটার পেট্রিয়ট বাংলাদেশ’ প্রবাসীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,