সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ:
নারায়ণগঞ্জে মর্মান্তিকভাবে নিহত বৃষ্টি আক্তার মিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ করেছে হিজড়া সম্প্রদায়। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের স্টেশন বাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিলসহ সদর থানা ঘেরাও করে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে মুখর করে তোলে থানা এলাকা।
মানববন্ধনে অংশ নিয়ে হিজড়া কাঞ্চি অভিযোগ করেন, “গত তিন বছর ধরে নারায়ণগঞ্জের মেঘলা নদী বউবাজার এলাকায় ভাড়া থাকতেন আমার ভাগ্নি মিম ও তার স্বামী মো. সাজু সরদার। গত শনিবার বিকেল ৩টার দিকে সাজু, তার মা ও ফুপাসহ মিমের মরদেহ নিয়ে আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে আসে। সাজু প্রথমে বলে মিম বিষ খেয়ে মারা গেছে, পরে বলে সে গলায় ফাঁস দিয়েছে। এমন বিভ্রান্তিকর তথ্য শুনে গ্রামবাসী তাদের আটক করে।”
তিনি আরও বলেন, “আমরা থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ মামলা নিতে চায়নি। পরে ওসি স্যারের পরামর্শে নারায়ণগঞ্জে গিয়ে সেখানকার থানায় যোগাযোগ করি। কিন্তু সেখানকার ওসি ঘুষ খেয়ে আমাদের মামলা নেয়নি বলে অভিযোগ করি। আমরা চাই আমাদের ভাগ্নির হত্যার সুষ্ঠু বিচার হোক, হত্যাকারীদের ফাঁসি হোক। না হলে আমরা থানার সামনে থেকে সরবো না।”
অপরদিকে, নিহতের স্বামী সাজু দাবি করেন, “আমাদের সংসার ভালোই চলছিল। ঘটনার দিন আমি বাসায় না থাকায় এসে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখি মিম গলায় ফাঁস দিয়েছে। পরে দরজা ভেঙে ঢুকে দেখি সে মৃত। এরপর আমি লাশ সিরাজগঞ্জে নিয়ে আসি।”
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, “ঘটনাটি যেহেতু নারায়ণগঞ্জে ঘটেছে, তাই মামলাও সেখানে করতে হবে। আমি তাদেরকে আমার মোবাইল নম্বর দিয়ে নারায়ণগঞ্জ পাঠিয়েছিলাম। তারা সেখানে গিয়ে আমাকে আর ফোন দেয়নি। এখন থানায় এসে বিশৃঙ্খলা করছে।”
হিজড়া সম্প্রদায়ের সদস্যরা এ ঘটনায় দ্রুত মামলা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি বিচার না হয়, তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।