কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উৎযাপন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপনে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ আগষ্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি,উপজেলা বিএনপির আহবায়ক ও পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন,কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আযম,উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, সাংবাদিক নির্মল এস পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি ভুইয়া রাজন রেজা প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।