সারাদেশ

ফ্যাসিষ্ট সরকারের পতন দিবস উপলক্ষে সদরপুরে বিএনপির আনন্দ মিছিল 

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয়তাবাদি দল বিএনপির উদ্যোগে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট (মঙ্গগলবার) সকাল ১১ টায় উপজেলার প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ৷ মিছিলে  নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বৃস্টি উপেক্ষা সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে। সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর বিপুল সংখ্যক  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
আনন্দ র‍্যালীর শুরু হওয়ার আগে প্রধান বক্তা শহীদুল ইসলাম বাবুল বলেন, গতবছর  আজকের এই দিনে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টের পতন হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে বাংলার  জনগন মুক্তি পেয়েছে, মানুষের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এখন জনগনের  ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে আহবান করবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচীত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে ফেওয়া হোক। তিনি আরো বলেন নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র, টালবাহানা বিএনপির নেতাকর্মীরা মেনে নিবেনা। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠন করা হবে।
আনন্দ মিছিল ও র‍্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজলা বিএনপির সাবেক সভাপতি মোকলেকুর রহমান খান, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোল্লা সোহেল, সহ বিএনপি, ছাত্রদল, যুবদল,শ্রমিকদল ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,