মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে গণতান্ত্রিক ছাত্র সংসদের মোমবাতি প্রজ্বলন ও নীরবতা

মৌলভীবাজার প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মৌলভীবাজার জেলা শাখা।
জেলা মুখ্য সংগঠক মাসনুন আল-আমিন বলেন,
২০২৪ সালের আন্দোলন ছিল ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও স্বপ্নের প্রতিফলন। আমরা রাজপথে নেমেছিলাম গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে, কোনো স্বার্থ নয়—মানুষের ভোটাধিকার আর মর্যাদা ফিরিয়ে আনতেই ছিল আমাদের লড়াই। এই আন্দোলন প্রমাণ করেছে, গণআন্দোলন কখনো ব্যর্থ হয় না যদি তাতে থাকে জনগণের শক্তি। এক দফার দাবি ছিল আমাদের প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞার পথে আমরা কারও মুখপানে তাকাইনি—তাকিয়েছি দেশের ভবিষ্যতের দিকে।
আরও নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রেরণার উৎস। গণতন্ত্র, ইনসাফ ও ন্যায়ের আন্দোলনে শহীদদের ত্যাগ কখনো বৃথা যাবে না।
মঙ্গলবার ( ৫ জুলাই) সন্ধ্যায় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক ফাহিম আহমেদ জনি, জেলা মুখ্য সংগঠক মাসনুন আল-আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক , ফুরকান নাসরুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব , সাদেক খানসহ সংগঠনের অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
আয়োজনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেন নেতৃবৃন্দ।