শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় দিবসটির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক সোলায়মান কবীর, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বিগত সরকারের কার্যক্রম আলোচনা সহ জুলাই গণ অভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ ছাড়া দিবসটি ঊপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত সহ অন্যান্য সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছেন।