সারাদেশ

রায়পুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  বাসিন্দা মোঃ ফারুক হোসেন,সোমবার (১৩ এপ্রিল) বিকালে রায়পুর  এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক হোসেন জানান, খরিদকৃত সম্পত্তির বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত জায়গা জমিনের বিরোধের জের ধরিয়া মিজানুর রহমান ভুলু পাটোয়ারী সম্পর্কে আমার মামা হয়।  আমার ভোগ দখলীয় সম্পত্তি বেআইনী ভাবে জবর দখল করার পায়তারা করে।  বিরোধীয় সম্পত্তির বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। কিন্তু দুষ্ট ভুলু পাটোয়ারী তার ক্ষমতার প্রভাব দেখিয়া আমার ভোগ দখলীয় সম্পত্তি বেদখল করার পায়তারা করেই আসছে। পরবর্তীতে আমরা নিরুপায় হইয়া আমার মা মৃত লুৎফের নেছাকে বাদী করিয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। উক্ত মামলাটি বর্তমানেও বিচারাধীন রহিয়াছে। উক্ত ঘটনার দিন তারিখ সময়ে বিবাদীগণ ও অজ্ঞাতনামা বেআইনীভাবে আমার ভোগ দখলীয় সম্পত্তিতে অনধীকারে প্রবেশ করিয়া সম্পত্তিতে থাকা আমার ৪০টি সিম গাছ, ৪০টি সৌসিন্দা গাছ, ০২টি শর্ষা গাছা, ২টি করলা গাছ, ঢেড়স গাছ, কাঁচা মরিচ গাছ, ৩৫টি পেঁপে গাছ, সুপারী গাছে প্যাকেট প্রায় ৭০০ টি চারা গাছ নষ্ট করে ফেলে, ৫টি তরি গাছ, ২টি মিষ্টি কুমড়া গাছ ও বিভিন্ন প্রজাতির সবজি নষ্ট করে ফেলে এবং আমার ১২ ডিং সম্পত্তি ভিতনে থাকা সকল প্রকার গাছ নষ্ট করে ফেলে। যাহাতে আমার প্রায় ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকার ক্ষতিসাধন করে।

আমাকে হত্যার উদ্দেশ্যে করিয়া তার দুই হাত দিয়ে আমার গলা চেপে ধরিয়া শ্বাস রোধ করিয়া হত্যার চেষ্টা করে। তখন আমি শৌর চিৎকার করিলে আশেপাশের লোকজন উক্ত ঘটনাস্থলে আসিয়া আমাকে ভুলু পাটোয়ারী ও তার সন্ত্রাসীদের হইতে উদ্ধার করে।  আমাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করিয়া তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর অতদ্ধিত ভাবে হামলা শুরু করে। এতে করে আমাদের শরীরের বিভিন্নস্থানে মারাত্মক থেতলানো নীলাফুলা ও বেদনাদায়ক জখম হয়।

তিনি আরও দাবি করেন, জমিটির বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার পরিবার সদস্যরা ও স্থানীয় কয়েকজন সহমতভাজন ব্যক্তি। তিনি সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান ভুলু পাটোয়ারী ফোনে বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। জমি নিয়ে বিরোধ থাকলেও তা আদালতে বিচারাধীন।”

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,