ভূঞাপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে উপজেলা বিএনপির র্যালি ও সমাবেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল :জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির র্যালি ও সমাবেশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের বাসস্ট্যান্ডে চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিল্প উপমন্ত্রী মাটি ও মানুষের নেতা এডভোকেট আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড়, পৌর বাজার, কলেজ মোড়, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দিনটি আমাদের বিজয়ের ইতিহাস। এদিন দেশের জনগণ একটি নতুন স্বাধীনতা অর্জন করে। বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের পাশে ছিল ও থাকবে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থী, শ্রমিক, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছে। শহীদদের স্মৃতি আমাদের গৌরবের অংশ। আমরা আহতদের পাশে থেকেছি, শহীদ পরিবারের খোঁজখবর রাখছি এবং সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে।’
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি/সম্পাদক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ।