জুলাই ২৪ গণঅভ্যুত্থান উপলক্ষ্যে দুমকি উপজেলায় বিএনপির বিজয় র্যালী।

মোঃ আরিফুর রহমান (মামুন)
দুমকি উপজেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট ২৪ আওয়ামী ফ্যাসীবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা শহরে এক বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৫ আগষ্ট ২৫) সকাল ১০টায় শহরের আল মামুন সুপার মার্কেট এর সামনে থেকে এ রেলী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা কলেজের সামনে সমাপ্ত হয়।
দুমকি উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে র্যালী পুর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড মজিবুর রহমান টোটন।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, বশির মৃধা আনিচুর রহমান প্রমুখ।রেলিতে পাঁচটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমার্থকরা অংশ গ্রহন করে।