সারাদেশ

শার্শায় ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে বিএনপির বিশাল বিজয় র‍্যালী 

জাকির হোসেন,-শার্শা প্রতিনিধি:
৩৬ শে, জুলাই ৫ ই, আগস্ট আওয়ামী  ফ্যাসিবাদের পতনে ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে,শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল বিজয় র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
(৫ আগষ্ট ২০২৫) মঙ্গলবার বিকাল সাড়ে  ৪ টায় শার্শা উপজেলার নাভারন বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা মোড়ে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই বিজয় র‍্যালীতে ১১ টি ইউনিয়ন থেকে
বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দলে দলে অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপি নেতারা বলেন আজ ঐতিহাসিক ২০২৪ সালের ৫ ই আগস্ট ইতিহাসে বীরত্বগাথা দিন,এই দিন ছাত্র – জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনাও আওয়ামী শীর্ষ স্থানের নেত্তৃত্বরা দেশ ছেড়ে পালিয়ে ছিলো।
আরও বলেন, আজ স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর দিন’ আপনার আমার খুশির দিন’ এবং যে সকল ব্যক্তিগণ ও শিশুগন শহীদ হয়েছেন,তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন,বিনা কারণে কারাগারে ছিলেন, সকলের জন্য দোয়া ও মহান আল্লাহর রহমত কামনা করি।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় এ র‍্যালী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা বিএনপি প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
আরও উপস্থিত ছিলেন,  শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস ,সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ,সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুজ্জামান,ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,প্রচার সম্পাদক নজরুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
এছাড়াও  আরও উপস্থিত ছিলেন:
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।
যশোর জেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম,শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত
হোসেন,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,