জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে বিএনপির বিশাল বিজয় র্যালী

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৬আগস্ট ২০২৫ইং
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে
জয়পুরহাট শহর ও সদর থানা বিএনপির যৌথ উদ্যোগে এক বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ আগস্ট) বিকেলে শহরের সার্কিট হাউজ মাঠ থেকে র্যালী বের করে প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহন করেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,
সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ন আহবায়ক এম এ ওয়াহাবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
র্যালী শেষে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপস্থিত নেতৃবৃন্দ।