সারাদেশ

জাজিরায় শিক্ষার্থীদের সঙ্গে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ওসি মাইনুল ইসলামের

মুহাম্মদ বরকত মোল্লা
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় ইভটিজিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি, দালালি, ফেসবুকের অপব্যবহার ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করেছে জাজিরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) জাজিরা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।

সভায় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে প্রথমেই প্রয়োজন সচেতনতা। ইভটিজিং, মাদক সেবন, ফেসবুকের অপব্যবহার ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি রুখতে হবে ঘর থেকেই। এসব অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদেরকেও নিজের ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব থেকে দূরে থাকতে হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ এখন জনতার বন্ধু। আপনারা ভয় না পেয়ে যেকোনো অপরাধের বিষয়ে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। তারা ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,