সারাদেশ

চকরিয়ায় মহাসড়কে পুলিশের তল্লাশি চৌকিতে দুই হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়া, কক্সবাজার: চকরিয়ায় মহাসড়কের একটি তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সালমান খান, তিনি কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলাকার নবী হোসেনের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,