চকরিয়ায় মহাসড়কে পুলিশের তল্লাশি চৌকিতে দুই হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক,

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
চকরিয়া, কক্সবাজার: চকরিয়ায় মহাসড়কের একটি তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সালমান খান, তিনি কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলাকার নবী হোসেনের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।