সারাদেশ

ভুয়া সনদে হলেন স্কুলের সভাপতি,হারালেন পদ

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)

জাল সনদ দিয়ে বাগিয়ে নেওয়া স্কুল সভাপতির পদ খোয়ালেন চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে।গতকাল বুধবার. ৬ আগস্ট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জাল সনদ ব্যবহার করে সভাপতির পদ বাগিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে গণমাধ্যমেকে জানান বলে তদন্ত কমিটি।উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলীর দাখিল করা স্নাতক পাসের সনদটি জাল প্রমাণিত হওয়ায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

চলতি বছরের ২৪ মার্চ বোয়ালখালী উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম শিক্ষাবোর্ড। সম্প্রতি অভিযোগ ওঠে জাল সনদ ব্যবহার করে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন পরিষদের সভাপতি পদে মনোনীত মোহাম্মদ আলী। সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগের ২০০৩ সালের একটি স্নাতক পাশের সনদ যুক্ত করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই নামে তাদের কোনো বিভাগ নেই। ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ চালু হয়েছিল ২০১০ সালে।

এছাড়া মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ার বিষয় গোপনেরও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। ২০২১ সালের ২৮ অক্টোবর ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধারের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।

জাল সনদ ব্যবহার করে স্কুল সভাপতি হওয়া  মোহাম্মদ আলী নিজেকে সাংবাদিক নেতা হিসেবেও পরিচয় দিতেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,