ভুয়া সনদে হলেন স্কুলের সভাপতি,হারালেন পদ

জাল সনদ দিয়ে বাগিয়ে নেওয়া স্কুল সভাপতির পদ খোয়ালেন চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে।গতকাল বুধবার. ৬ আগস্ট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চলতি বছরের ২৪ মার্চ বোয়ালখালী উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম শিক্ষাবোর্ড। সম্প্রতি অভিযোগ ওঠে জাল সনদ ব্যবহার করে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন পরিষদের সভাপতি পদে মনোনীত মোহাম্মদ আলী। সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগের ২০০৩ সালের একটি স্নাতক পাশের সনদ যুক্ত করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই নামে তাদের কোনো বিভাগ নেই। ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ চালু হয়েছিল ২০১০ সালে।
এছাড়া মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ার বিষয় গোপনেরও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। ২০২১ সালের ২৮ অক্টোবর ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধারের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
জাল সনদ ব্যবহার করে স্কুল সভাপতি হওয়া মোহাম্মদ আলী নিজেকে সাংবাদিক নেতা হিসেবেও পরিচয় দিতেন।