চকরিয়ায় পায়ু পথে ইয়াবা পাচারকালে ১৯০০ পিচ ইয়াবাসহ একজন আটক

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
চকরিয়া থানা পুলিশের সুশৃঙ্খল তল্লাশি অভিযানে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারের সময় মো. আজাদ (৩৭) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ইয়াবা ট্যাবলেট গোপনে তার পায়ুপথে বহন করছিল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ রিংভং ছিড়া পাহাড়ের নতুন মসজিদের সামনে মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক মোঃ আজাদ, পিতা- মৃত নুরুল আমিন, মাতা- জাকেরা খাতুন, সাং- কাঞ্চনপুর, ৪নং ওয়ার্ড, সুধারাম থানা, নোয়াখালী জেলার বাসিন্দা।
তল্লাশির সময় পুলিশের সন্দেহ হলে আজাদকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ও ওষুধ প্রয়োগের মাধ্যমে আজাদের পায়ুপথ থেকে মোট ১৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর- ১৬/৩৮৮) রুজু করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সমাজের সকলকে মাদক বিরোধী এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।