শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে সভায় আগামী ১১ আগষ্ট থেকে চার দিন ব্যাপী দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়,খুলনার আয়োজনে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতার প্রস্ততি বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথ, সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সদস্য রনজিৎ বর্মন, ডাঃ মোঃ আকবর হোসেন, শেখ আফজালুর রহমান, সুপর্ণা কর্মকার।
শ্যামনগর অফিসার্স ক্লাব ও শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। আগামী ১১ ও ১২ আগষ্ট বিতর্ক প্রতিযোগিতার ১ম ও ২য় পর্ব ,উপচুড়ান্ত পর্ব ১৩ আগষ্ট ও ১৮ আগষ্ট বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জানা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।