সারাদেশ

মানসিক ভারসাম্যহীন বাবার সম্পত্তি আত্মসাৎ, অপহরণ ও নির্যাতনের অভিযোগে মেয়েদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় এক বৃদ্ধ পিতার সম্পত্তি আত্মসাৎ, অপহরণ ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারই মেয়েদের বিরুদ্ধে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদের (৮০) পুত্র টি.এম. নুর এজাজ ও পুত্রবধূ মেহজাবিন মৌ।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি তাকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালীবাড়ী মোড় থেকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে চারজন ব্যক্তি অপহরণ করে। পরে জানা যায়, তারা একটি বেসরকারি রিহ্যাব সেন্টারের ভাড়া করা লোক, যাদের পেছনে ছিলেন তার আপন বোনেরা ও তাদের সহযোগী সোহাগ। তাকে জোরপূর্বক ‘রেনেসাঁ রিহ্যাব সেন্টারে’ আটক রেখে ‘মাদকাসক্ত’ হিসেবে অপপ্রচার চালানো হয়।
নুর এজাজ আরও জানান, রিহ্যাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই সময়ে তার স্ত্রী ও শিশুসন্তানকে ঢাকায় নিয়ে বড় বোনের বাসায় অবরুদ্ধ করে রাখা হয়। পরে এক আত্মীয়ের চল্লিশায় স্ত্রী পালিয়ে গিয়ে তাকে মুক্ত করতে সহায়তা করেন। প্রায় দুই মাস পর ঘুষ দিয়ে আত্মীয়-স্বজনের সহায়তায় তিনি রিহ্যাব থেকে মুক্ত হন।
তিনি অভিযোগ করেন, এই সময়ে তার বাবা অ্যাডভোকেট আব্দুল হামিদের প্রায় ৬ বিঘা জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করা হয়। জমিগুলোর দলিল নম্বর ১২২৮, ১৯৮০ ও ১৯৮১ (তারিখ: ২৩-২৪ মার্চ ২০২৫), যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এসব দলিল জালিয়াতির প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
থানায় অভিযোগ করতে গেলে কোর্টে মামলা করার পরামর্শ দেওয়া হয়। তবে কোর্টে মামলা করতে গেলে সিরাজগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে আপোষ-মীমাংসার আশ্বাস দেওয়া হলেও অভিযুক্তরা হাজির হননি। বরং তারা তদবিরের মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নুর এজাজ আরও বলেন, মূলহোতা সোহাগ ও তার পরিবার বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং র‌্যাব দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এর প্রমাণ হিসেবে মেসেঞ্জার বার্তা ও অডিও রেকর্ড তার কাছে রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অপহরণ, অবৈধ আটক, নির্যাতন এবং জমি আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ দলিল বাতিলের দাবি জানান।
এসময় সিরাজগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন, আনন্দ টিভি, আলোকিত প্রতিদিন, ইসময়, বাংলাদেশ বেতার, দীপ্ত টিভি, খবরের কাগজ, আলোকিত সকাল, বিজনেস মিরোর, বাংলাদেশ গার্ডিয়ান, দৈনিক চিত্র, অধিকরণ, দি ট্রিব্যুনাল, জনবানী, আজকের সিরাজগঞ্জ, আজকের দর্পণ, ক্রাইম তালাশ, আমার বাঙলা, বিজনেস বাংলাদেশ, সকালের সময় ও জয়সাগর পত্রিকার প্রতিনিধিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,