সারাদেশ

টাঙ্গাইলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে ডুবে ফজলুল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে পৌরসভার  ছাব্বিশা কবরস্থানসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফজলুল হক উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজলুল হক ঘাস কাটতে বের হন। দীর্ঘসময় তিনি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী বলেন, ‘বেলা ৪টার দিকে খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বিকাল ৫টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,