সারাদেশ

জয়পুরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল, প্রকৌশল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ১১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট সরকারি কলেজের প্রফেসর মো. গোলাম আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী ইমরুল কায়েসসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,