জয়পুরহাটে নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধি মত্তার সার্থক প্রয়োগ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জয়পুরহাটে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস।
এ উপলক্ষে শনিবার দুপুরে বাংলাদেশ আদিবাসী সংঘের জয়পুরহাটে জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল র্যলী জয়পুরহাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জয়পুরহাট উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে বিকেলে জয়পুরহাট উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী প্রবীণ নেতা কার্তিক চন্দ্র সিংয়ের সভাপতিত্বে বক্তৃতা করেন -অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, আদিবাসী নেতা রতন সিং, বাচ্চু চন্দ্র মাহাতো, সতীশ চন্দ্র পাহান, লগেন্দ্রনাথ সিং প্রমূখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নৃত্য গীত পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা।