হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সারাদেশের এজেন্ট ব্যাংকিং মালিকদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টঃ
অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সার্ভিস বন্ধের হঠকারী সিদ্ধান্তে ৩ হাজার পরিবারের বেকারত্ব, ৫৫০ এজেন্টের আর্থিক ক্ষতি ও ১০ লাখ গ্রাহকের ব্যাংকিং সার্ভিস বন্ধের প্রতিবাদে রাজধানী ঢাকার মতিঝিলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে সারাদেশের এজেন্ট ব্যাংকিং মালিকরা।
রোববার বেলা ১১ টা থেকে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার সামনে এ কর্মসূচি চলেছে দিনব্যাপী।
এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন, অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।