সারাদেশ

কালুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন বিপ্লব, কালুখালী, রাজবাড়ী :

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামেবাড়ির পাশে পুকুরে ডুবে দেড় বছর বয়সি মাইশা খাতুন নামে এক শিশুে মৃত্যু হয়েছে। সোমবার ১১ আগস্ট বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামের মোঃ মিরাজ শেখ ও নাসরিন বেগমের ৪ সন্তানের মধ্যে মাইশা ছিলো সবার ছোট ও আদরের।

মৎস্যজীবী বাবা মো. মিরাজ শেখ ও মা নাসরিন বেগমের চার সন্তানের মধ্যে সবার ছোট এবং সবার প্রিয় ছিলো মাইশা । আদরের ছোট মেয়েকে হারিয়ে স্তব্ধ হয়ে গেছে পরিবার। মা কোনো মতেই বিশ্বাসই করতে পারছেন মেয়ের ওমন মর্মান্তিক মৃত্যু , মেয়ের শোকে  আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো বাড়ি,

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় মা নাসরিন বেগম বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার ছলে মাইশা বাড়ির উঠানের পাশের পুকুরের দিকে চলে যায় এবং অসতর্কতাবশত পানিতে পড়ে যায়। পরে চারিদকে খোজাখুজি করে শিশুটিকে কোথাও না পেলে পরে বাড়ির পাশে পুকুরকে ডুবে থাকতে দেখা যায় শিশুটিকে৷ পরে প্রতিবেশীরা তাকে পানির নিচ থেকে তুলে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারায় ছোট্ট শিশু মাইশা ।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, মিরাজ শেখ ও নাসরিন বেগমের চার সন্তানের মধ্যে মাইশা ছিল সবচেয়ে ছোট ও আদরের। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,