সারাদেশ

দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর কুমারকে সম্মাননা প্রদান

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায়
২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামীকে গ্রেফতার করায় দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার কে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।
১১ আগষ্ট সোমবার পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে  মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এতে সভাপতিত্ব করেন।
কল্যাণ সভার শুরুতেই পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ  অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের জুলাই মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা  অনুষ্ঠিত হয়। সভায় জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রইম এন্ড অপস্) ফরহাদ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান আসাদ, পুলিশ লাইন্সের আরআই মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জুলাই মাসে জেলার বিভিন্ন  স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার বিতরণ করা হয়। পরে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে জুলাই মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে দেবীগঞ্জ থানার এসআই শচীন্দ্রনাথ বনিক, শ্রেষ্ঠ এএসআই পঞ্চগড় সদর থানার এএসআই তপন কুমার রায় ও বিশেষ পুরস্কার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই আবু হোসেন, কন্ট্রোল রুমের এএসআই  কামরুজ্জামান ও পুলিশ লাইনের কনস্টেবল কামরুজ্জামান সম্মননা পান।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পুরস্কার ও নগদ অর্থ বিতরন করেন। কল্যাণ সভায় চাকুরী শেষ করে অত্র জেলা হতে অবসর গ্রহন করায় অবসর জনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পুলিশ পরিদর্শক মকবুল হোসেন, পুলিশ পরিদর্শক রাফিউল আলম, প্রধান সহকারী অমল কুমার রায়কে সম্মাননা স্মারক প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,