নওগাঁ জেলা বিএনপির ব্যতিক্রমী উদ্যোগ: কাউন্সিল শেষে রাস্তায় ঝাড়ু হাতে নেতাকর্মীরা

নওগাঁ প্রতিনিধিঃ
১১ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল শেষে নেতাকর্মীরা রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সাধারণ মানুষও দেখছেন এক নতুন ধরনের রাজনৈতিক চেতনার প্রকাশ।
জেলা সদর শহরের চক পাথুরিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারের সামনে বদলগাছি মহাসড়কে এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতাকর্মীরা মধ্যাহ্নভোজ গ্রহণ করেন। ফলে রাস্তায় পড়ে থাকে প্লাস্টিক বোতল, প্যাকেটসহ নানা ধরনের আবর্জনা।
কিন্তু কাউন্সিল শেষ হওয়ার পরদিন মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দেখা যায়, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের নেতৃত্বে নেতাকর্মীরা ঝাড়ু, ডাস্টবিন ও প্লাস্টিকের বস্তা নিয়ে রাস্তায় নেমেছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে।
মামুনুর রহমান রিপন বলেন, ‘জেলা কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। তার অন্যতম ছিল সমাবেশ শেষে নিজের ব্যবহৃত স্থান পরিষ্কার করা। সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা নিজেরা ঝাড়ু হাতে রাস্তায় নেমেছি। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ—এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ।’
তিনি আরও বলেন,‘গতকাল হাজারো মানুষ এসেছেন, কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় রাস্তায় ময়লা ফেলেছেন। তাই এটা পরিষ্কার করাকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমরা চাই, শুধু রাস্তাই নয়, এই দেশ থেকেও সকল রাজনৈতিক ও সামাজিক ময়লা দূর করে একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।”
এসময় ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মুস্তাকিন আহম্মেদ নিপু, রুবেল হোসেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য জুলহাস উর রশিদ, শামীনুর রহমান, সাহারাজ আলম সনি, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ ও ছাত্রনেতা একে হানিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা বিএনপির এই ব্যতিক্রমী পদক্ষেপ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এমন দায়িত্বশীলতা ও সচেতনতা রাজনীতির প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
উল্লেখ্য, এ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক নান্নু, যিনি ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক ছিলেন। সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন পেয়েছেন ৬৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়েজিদ হোসেন পলাশ পেয়েছেন ৬৭১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নূর-ই আলম মিঠু পেয়েছেন ৮৪১ ভোট, শফিউল আযম ভিপি রানা পেয়েছেন ৬৩০ ভোট এবং খায়রুল আলম গোল্ডেন পেয়েছেন ৫৭৩ ভোট।