সারাদেশ

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার(১৩ আগষ্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয়,খুলনার আয়োজনে শ্যামনগর অফিসার্স ক্লাবে বিতর্ক  প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব ও রচনা প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তাদের লেখা পড়া করা, শিক্ষকদের দায়িত্ব মেনে চলা ও সুন্দর জীবন গঠন করার কথা বলেন।  এছাড়া তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যাবহার নিষেধ করেন।

শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয়,খুলনার  উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী,বিতর্ক প্রতিযোগিতার বিচারক ও উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,মডারেটর ও  সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক বিতর্ক প্রতিযোগিতার বিচারক  উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,   উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, সুপর্ণা কর্মকার , বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিদ্যালয় ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার্সআপ বিদ্যালয় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।  অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয়,খুলনার পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।  এছাড়া বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও
রানার্সআপ বিদ্যালয়,শ্রেষ্ঠ বক্তা এবং রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৫ জনকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সনদ, ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,