শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার(১৩ আগষ্ট) সাতক্ষীরার শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে র্যালী শেষে কলেজের হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা,সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ইউপি সদস্য নীপা চক্রবর্তী, হরিদাশ হালদার প্রমুখ। জিফরসিআর প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রী ও যুবকদের অংশগ্রহনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন মুন্সিগঞ্জ, সহ সভাপতি পীযুষ বাউলিয়া, প্রজেক্ট অফিসার নাজিম উদ্দীন আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শেষে শ্যামনগরের বিভিন্ন সমস্যসমূহ জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, অবৈধ নাইনটি অপসারন, বর্জ্য ব্যবস্থাপনা, চর বনায়ন ধংস, খাল দখল, খাল ও চর ইজারা বাতিল করা সহ অন্যান্য দাবী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেন স্থানীয় শিক্ষার্থী যুবরা।