সারাদেশ

শত্রুতার জেরে রাতের আঁধারে কয়েকশ লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট সদরের উৎকুল বকসী পাড়ায় জেলা পরিষদের মালিকানাধীন পুকুরের পাড়ে লাগলো কৃষকের কয়েকশ ফলন্ত লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল বকসী পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এতে গরীব ও অসহায় কৃষক রুমা খাতুনের প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত নারী কৃষক রুমা খাতুন বলেন, জেলা পরিষদের মালিকানাধীন পুকুরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকার কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে, তাদের অনুমতি নিয়ে পুকুরের পাড়ে আমি লাউ গাছ লাগিয়ে ছিলাম। বেশিরভাগ গাছে ফল এসেছিল। মঙ্গলবার গভীর রাতে এসব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
তিনি আরো বলেন, আমি ধার-দেনা করে কৃষি ফসল লাগিয়েছি কিন্তু শত্রুতা করে যারা আমার ফলন্ত গাছ কেটেছে আমি তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমি তাদের বিচার চাই। আর সাথে সাথে আমার ফলন্ত গাছ কেটে দেওয়ার ক্ষতি পুরনও দাবি করছি।
স্থানীয়রা জানান, এই পুকুরটি দীর্ঘদিন যাবত রুমা খাতুন লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। জেলা পরিষদের মালিকানাধীন পুকুরটি রক্ষণাবেক্ষণের জন্য সর্বশেষ যে কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটিতে রুমা খাতুন একজন অন্যতম সদস্য ছিলেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই পুকুরের পাড়ের ময়লা আবর্জনা পরিষ্কার করে রুমা খাতুন ফসল লাগিয়েছিল কিন্তু আওয়ামী লীগের দুষ্কৃতিকারী কতিপয় ব্যক্তি রাতের আঁধারে গাছের গোড়া কেটে দিয়েছে। এতে করে রুমা খাতুন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
যারা এমন নির্দয়ভাবে গাছগুলো কেটে ফেলেছে আমরা তাদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
উল্লেখ্য জেলা পরিষদের মালিকানাধীন উৎকুল বকসী পাড়া পুকুরের রক্ষণাবেক্ষণের জন্য গত ১৫/০৬/২০২৪ হতে ১৪/০৬/২০২৬ পর্যন্ত দুই বছর মেয়াদে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে রুমা খাতুন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,