সারাদেশ

গোবিপ্রবিতে গণিত বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনিধি:-
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গণিত বিভাগের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকেল ৩.১৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গণিত বিভাগের ৩১২ নাম্বার রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও বিজ্ঞান অনুষদের ডিন ড. দীপংকর কুমার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের সকল শিক্ষক, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হোসেন উদ্দীন শেখর ও বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মিনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর বলেন, “নবীনদের উদ্দেশ্যে বলতে চাই এই অনার্স কোর্সটা চার বছরের কোর্স, আমরা সেটা চার বছরেই শেষ করতে চাই, যেন একদিনও কারো লস না হয়। আমি তোমাদের তিনটা উপদেশ দিতে চাই, তিনটা জিনিস এড়িয়ে চলার জন্য এক রাজনীতি, দুই কারো পণ হিসেবে ব্যবহার হবা না, তিন যতটা সম্ভব ফেসবুক কম ব্যবহার করবা। নিজেদের মধ্যে অন্ত কোন্দল রাখবা না টিচারদের সম্মান করবা। গনিত একটা খুব জটিল সাবজেক্ট এবং আমি এটাকে খুব ভয় পেতাম। গনিত পড়ে যে এই রিলেটেড জায়গায় যাওয়া লাগবে তা না এটা পড়ে অনেক জায়গায় যাওয়ার সুযোগ আছে। তোমার অনেক কিছু শিখেছো, অনেক কিছু শেখার বাকি আছে, তোমরা এগিয়ে যাও। আর সর্বদাই দেশকে ধারণ করবা। চেষ্টা কর উন্নতি হবেই আজ না হোক কিছুদিন পরে হবে। আর ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য।”
উপ উপাচার্য ড. সোহেল হাসান বলেন, “যারা নবীন তাদেরকে এই ক্যাম্পাসে সাগত জানায়, আশা করি তোমাদের আগামীর দিনগুলো অনেক সুন্দর হবে। তোমরা এখান থেকে সত্যিকার অর্থে যে শিক্ষা তা অর্জন করবে সেক্ষেত্রে তোমাদের যাত্রা পথের পাথেয় হিসেবে থাকবে এই বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অত্যন্ত মেধাবী একদল শিক্ষক আছে, তাদের অনুপ্রেরণা, তাদের উৎসাহ, তাদের শিক্ষাদান তোমাদের জীবনকে আরো সুন্দর করবে ইনশাআল্লাহ সেই দোয়া করি এবং তোমাদের প্রতি অনেক শুভকামনা থাকলো। আর যারা বিদায়ী তাদের ক্ষেত্রে আসলে এই শব্দটা উচ্চারণ করতেই অনেক কষ্ট লাগে, তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে হাজারো সমস্যা আছে, হাজারো অসংগতি আছে এবং জীবনকে পিছনে ফেলার অনেক নিয়ামক এখানে আছে। তারপরও কেন জানি যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের কাছে এটা একটা স্বর্গ এবং এটা ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয়। তোমাদের প্রতি ব্যক্তিগত ভাবে আমার পক্ষ থেকে অনেক বেশি দোয়া এবং আশীর্বাদ রইল, তোমরা জীবনে যেখানেই যাও অনেক ভালো কিছু কর।”
অনুষ্ঠানের সভাপতি ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মিনারুল ইসলাম বলেন, “আমি নতুনদের উদ্দেশ্যে বলবো তোমরা অনেকে অনেক দূরদূরান্ত থেকে এসেছো, তোমরা অনেকে অনেক ক্লান্ত থাকতে পারো কারণ ইন্টারমিডিয়েটের জার্সিটা অনেক বড় ছিলো, অনেক স্বপ্ন ছিলো। তোমাদের অনেকের হয়তো আশা ছিলো অন্যান্য জয়গায় যাওয়ার অন্য বিষয় পড়ার। কিন্তু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তোমরা যেহেতু এখানে এসে পড়েছো, আমার মনে হয় এখানে নার্সিংটা অনেক বেশি ভালো হবে, তুমি যদি নিজেকে নার্সিং করতে পারো, তোমার ইচ্ছাটা বড় করতে পারো। আর নবীন ও প্রবীণ সকলের উদ্দেশ্যে বলবো তোমরা স্বপ্ন দেখতে শেখো, স্বপ্নটা অনেক বড় করে দেখ। আর যতটুকু পাচ্ছো সেটাতেই সন্তুষ্ট থাকো।”
এছাড়া গনিত বিভাগের অন্যান্য শিক্ষকগণ নবীন ও প্রবীণদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে দিগন্ত বৈরাগী এবং প্রবীণদের পক্ষ থেকে সিয়াম আহমেদ মুনাজাত, সাফিরুল ইসলাম, মেজর ডালিমসহ আরো অনেকে  বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,