ভূঞাপুরে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

খায়রুল খন্দকার টাঙ্গাইল :বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মাটি মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলম সহ ওয়ার্ড বিএনপি, ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এই দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।