সারাদেশ

ঝিনাইদহবাসীর প্রাণের দাবি রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহবাসীর বহুদিনের স্বপ্ন—রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়। অথচ স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আজও এ স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। সেই প্রাপ্তির দাবিতেই শনিবার সকালে শহরের পায়রা চত্বরে রেল লাইন-মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল মানববন্ধন।
ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়ান ওই কর্মসূচিতে। কেবল রাজনৈতিক দলের নেতারা নন, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নিয়ে ঝিনাইদহের অধিকার আদায়ের লড়াইয়ে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের স্বপ্নকে বারবার উপেক্ষা করা হচ্ছে। অথচ এই জেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে রেল লাইন হলে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হলে স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার জন্য আর মানুষকে দূরে যেতে হবে না।”
সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি অ্যাড. এস এম মশিউর রহমান, দৈনিক নবচিত্রের সম্পাদক অ্যাড. আলাউদ্দীন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এন এম শাহজালাল, সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা মমতাজুল করিম, কামরুজ্জামান পিন্টু ও অ্যাড. মনিরুল ইসলাম মিল্টনসহ অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার অবিলম্বে এ দাবির বাস্তবায়নে পদক্ষেপ না নিলে, আন্দোলন আরও তীব্রতর করা হবে। এই আন্দোলন হবে জনতার আন্দোলন, প্রজন্মের দাবি।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,