সারাদেশ

শ্যামনগরে আওয়ামীলীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আটক

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।  শুক্রবার(১৫ আগষ্ট) রাতে সাতক্ষীরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানা পুলিশ জানায়, কৈখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি জি এম রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলা রয়েছে।  মামলার আসামী হিসাবে তিনি দীর্ঘদিন আত্নগোপন করেছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুময়িুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,