সারাদেশ

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুস্মরণ ও সমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী দশভূজা মন্দির কমিটির আয়োজনে এ উৎসব পালিত হয়।
দশভূজা মন্দিরে কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুলের সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা করেন সহকারী কমিমনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, সাবেক যুগ্ন-আহবায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, দশভূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারন সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিদুৎ সরকার, পুজা উদযাপন পরিষদ পৌরশাখার সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পাদক অসিম সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, পুজা উদযাপন কমিটির নেতা প্রভাত সাহা, টুকন সরকার, সুবল দে, রাজেশ গৌড়, পলাশ সাহা প্রমুখ। আলোচনা শেষে লীলা কীর্তন ও মহাপ্রসাদ বিতরন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে সম্প্রীতি ও মানবকল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা। যুগে যুগে ধর্মপ্রচারকগণ মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। শ্রী কৃষ্ণ পাপীদের দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও মানবসমাজের ওপর গভীর প্রভাব বিস্তার করছে। সমাজ থেকে অন্যায় ও পাপ দুর করে সনাতন ধর্ম্মালম্বীদের শ্রী কৃষ্ণের আলোকে জীবন ধারনের জন্য আহবান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,