পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা আদায়

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে।
১৮ আগষ্ট সোমবার পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড় – তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ৪টি ট্রাকের চালককে ১৮শ টাকা জরিমানা আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ১০টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
এছাড়া নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ১টি ট্রাকের ড্রাইভারের নিকট থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
এসময় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে পঞ্চগড় জেলা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করার সময় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতা মূলক স্টীকার সাঁটানো হয়।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, এখন থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে এবং সকল চালককে সচেতনতা করা হবে।