জয়পুরহাটে অবৈধভাবে মজুদকৃত মেয়াদ উত্তীর্ণ ডিএপি সার জব্দ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা
মেয়াদ উত্তীর্ণ ডিএপি সার জব্দ কৃষি বিভাগ ও পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ৫০০ কেজি ডিএপি সারের বাজার মূল্য প্রায় ২লাখ টাকা।
পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সবুজ কৃষি ভাণ্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদ দাস গোপনে তার গুদাম থেকে নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারের এক দোকানে সার সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় ভ্যানে থাকা ১২০ বস্তা সার জব্দ করা হয়। পরে গুদামে আরও ৭০ বস্তা সার পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ২০২২ সালে প্যাকেজিং করা এসব সার কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। আমরা সবগুলো সার জব্দ করে থানায় জমা দিয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন জানান, জব্দকৃত সার থানায় রাখা হয়েছে। তবে এর মালিককে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।