সারাদেশ

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়ারী আটক, ১২ লাখ টাকা ১৩ মোবাইল জব্দ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:
পঞ্চগড় জেলা শহরের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জন জুয়ারীকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে দুই লাখেরও বেশি টাকা ও ১৩টি মোবাইল ফোন।
১৭ আগস্ট রবিবার রাতে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।
পরে আটককৃতদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ১৮ আগষ্ট সোমবার দুপুরে আদালতে তোলা হয় বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকায় পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৬৬০) এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় দুই লাখ ১৩ হাজার ৭শ ৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, আটককৃত ১২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,