সারাদেশ

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে  যুবকের মৃত্যু

মো. জায়েদ হোসেন
দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের কেদিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজিব উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পাকার মাথা এলাকায় মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় স্কেভেটর (ভেকু) চালক।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলার  বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে খেয়াঘাট  যাচ্ছিলেন রাজিব। কেদিরহাট এলাকায় পৌঁছলে হঠাৎ সামনে অজ্ঞাত এক বৃদ্ধ পড়লে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক নিজের চলন্ত মোটরসাইকেলসহ সড়কের পাশে যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খাদে পড়ে গুরুতর আহত হলে  স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,