সারাদেশ

হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লী নেতা অবশেষে গ্রেপ্তার

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পুরাতন বাজারের আছির মাস্টারের ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি হন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন। এছাড়াও তিনি হত্যা চেষ্টা মামলার আসামিও। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জয়পুরহাট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, হত্যা মামলার আসামি হয়েও গত প্রায় দেড়মাস যাবৎ প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছিলো এই স্বাধীন মাষ্টার, সম্প্রতি আক্কেলপুর থানার নবাগত  ওসি বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ফোর্স পাঠিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তাকে গ্রেপ্তার করায় থানা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করছেন আক্কেলপুরের আপামর জনতা।
আক্কেলপুর উপজেলার একাধিক ভুক্তভোগী মানুষ জানান, এই স্বাধীন মাষ্টার বিগত সরকারের আমলে যা ইচ্ছে তাই করেছেন। সে বিভিন্ন সন্ত্রাসি, কিশোর গ্যাং ও টোকাইদের গডফাদার ছিলো। এলাকায় ভূমিদস্যুগিড়ি, জবরদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং বিভিন্ন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের নৈরাজ্য সৃষ্টি  করেছিলো। আক্কেলপুর রেলগেটে রেলওয়ের জায়গায় তার ব্যক্তিগত অফিসের আড়ালে গড়ে তুলেছিল মিনি একটি আয়না ঘর। কেউ তার কথা না শুনলে সেখানে নিয়ে গিয়ে করতো অমানবিক নির্যাতন। ভবিষ্যতে সে আর যেন এ ধরনের কাজ না করতে পারে সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,