বদরখালী সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও সদস্য পদে একাধিক প্রার্থী
দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সমবায় প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড-এর আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও সদস্য পদে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
সভাপতি পদে ৩ জন
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সরওয়ার আলম সিকদার, আলী আকবর ও খাইরুল বশর।
সহ-সভাপতি পদে ৩ জন
সহ-সভাপতি পদে আছেন দিদারুল ইসলাম মজিদ, আলী মোহাম্মদ কাজল ও কামাল উদ্দিন বাবুল।
সম্পাদক পদে ৩ জন
সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী চৌধুরী, এম.এম. এন্তেফাজ্জুর রহমান ও মঈন উদ্দিন।
সদস্য পদে ২৩ জন
সদস্য পদে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে রয়েছেন—
মোহাম্মদ বেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. পারভেজ, কামাল উদ্দিন, আবু তাহের, মোহাম্মদ কামরুল ইসলাম, নাঈম উদ্দিন, রেজওয়ান করিম, হাজী জাকির আলম, নূরুল কাদের, মোহাম্মদ হাসিন উদ্দিন, মাওলানা জামির উদ্দিন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ রুবেল, কফিল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আনারুল ইসলাম, আকতার আহমদ, জয়নাল আবেদীন কাটারী, বিকেএম নূরুল কাইছার, মোহাম্মদ কুতুবউদ্দিন, শাহ উদ্দিন শাকির, জিয়া উদ্দিন জিয়া, এমএস শফকত ওসমান ও মোজাফফর আহমদ।